শ্রুতি'র পিঠা উৎসব আগামীকাল

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২৪
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২৪
০৮:৪৪ অপরাহ্ন



শ্রুতি'র পিঠা উৎসব আগামীকাল


হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে ফিরে এসেছে পিঠা উৎসব। বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয় অগ্রহায়নের শুরু হতে। প্রতিবারের মত এবারও পিঠা উৎসবের আয়োজন করেছে সিলেটের সাংস্কৃতি সংগঠন শ্রুতি।

আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ৮টায় নগরের ব্লু বার্ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা এবং বরেণ্য আবৃত্তি  শিল্পী ডালিয়া আহমেদ।

উদ্বোধনীপর্বে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

দিনব্যাপী আয়োজনে আরো উপস্থিত থাকবেন শেখ রাসেল হাসান মাননীয় জেলা প্রশাসক সিলেট, বৈকালিক অধিবেশনে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আরো অনেকে।

সকাল ১১ টায় উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করবে- ছন্দনৃত্যালয়,গীতবিতান বাংলাদেশ,জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট, পাঠশালা, আনন্দলোক, মুক্তাক্ষর, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ কৃষি বিশ্ববিদ্যালয়, সংগীত নিকেতন, সুরের ভূবন, নৃত্যাঞ্জলি, অন্বেষা শিল্পী গোষ্ঠী, নৃত্যশৈলী, শিকড় শাবিপ্রবি, মাভৈঃ আবৃত্তি সংসদ শাবিপ্রবি, নৃত্যসুধা, ভাবুক, ললিত মঞ্জরি, নৃত্যরথ প্রমুখ।

আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন ড. শাহাদাৎ হোসেন নিপু, মাসুম আজিজুল বাসার, মো. মুজাহিদুল ইসলাম, নন্দিতা দত্ত,  নাজমা পারভীন প্রমুখ।

আমন্ত্রিত সংগীতশিল্পী  হিসেবে উপস্থিত থাকবেন বাউলা কানু, শামীম আহমেদ, গৌতম চক্রবর্তী, বাউল সূর্যলাল, প্রদীপ মল্লিক, খোকন ফকির, জয়িতা তিথি, পল্লবী দাশ মৌ, আশরাফুল ইসলাম অনি, তৃষা দাশ, অনিন্দিতা মৌ প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে শ্রুতির পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।



এএফ/০৮