সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৪
০৫:১৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৬, ২০২৪
১১:০৮ অপরাহ্ন
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ফয়েজ জহির বলেছেন, ‘সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে কথাকলি সিলেট এক অনন্য ভুমিকা রেখে যাচ্ছে।’ সংগঠনটির নতুন কমিটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আজকের অভিষিক্ত এই নতুন নেতৃত্ব সিলেটের নাট্য আন্দোলনকে আরও বেগবান করবে। একই সঙ্গে মঞ্চে ভালোমানের প্রযোজনা সৃষ্টি হবে।’
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্ছে কথাকলি সিলেটের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে তা এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
কথাকলি সিলেটের সভাপতি শামসুল বাসিত শেরো'র সভাপতিত্বে ও নীলাঞ্জন দাশ টুকু 'র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত।
শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট নাট্যজন অরিন্দম দত্ত চন্দন, নাট্যসংগঠক নিরঞ্জন দে যাদু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সাধারণ সম্পাদক সুকান্ত গুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে কথাকলি সিলেটের দলীয় পরিবেশনায় বৃন্দ আবৃত্তি, দলীয় সংগীত ও নাটক পরিবেশিত হয়।
এছাড়াও সংগীত পরিবেশন করেন শামীম আহমেদ, অংশুমান দত্ত, বাউল সূর্যলাল ও বশীর উদ্দিন সরকার।
এএফ/০১