সিলেটে বিএনপির কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৭, ২০২৪
১১:৩২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২৪
০৭:৩৯ পূর্বাহ্ন



সিলেটে বিএনপির কালো পতাকা মিছিল


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজনৈতিক মামলায় সকল বন্দীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সিলেটের রাজপথে কালোপতাকা মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। 

আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজই প্রথমবার মাঠে নামল বিএনপি। মিছিলে দলের উল্লেখযোগ্য নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান  ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাউয়ুম চৌধুরী, সিলেট মহানগরের সভাপতি নাসিম হোসাইন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন চৌধুরীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ রাজনৈতিক মামলায় সকল বন্দীদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার ও দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল বের হওয়ার আগে নগরীর রেজিস্ট্রি মাঠে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

সভা শেষে কালো পতাকা মিছিল শুরু হয়ে বন্দর-জিন্দাবাজার ঘুরে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। 

এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।


এএফ/০৬