সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৪
০৪:২৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২৪
০৪:২৮ পূর্বাহ্ন
গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয়ে মিলনায়তনে আয়োজিত অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবাসী সাংবাদিক আনোয়ার শাহজাহানের প্রশংসা করে বলেন, ‘প্রবাসে থেকেও নিজ মাতৃভূমি টানে তিনি গড়ে তুলেছেন এ প্রতিষ্ঠানটি। আশা করা যায় সকলের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সমৃদ্ধি ঘটবে। এ সময় তিনি বিদ্যালয়ের উন্নয়নে তার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।’
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুনের সভাপতিত্বে ও শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরী,সাবেক ইউপি সদস্য হুসাইন আহমদ, সাংবাদিক ইমরান আহমদ।
বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কান্তি দে, অভিভাবক সুলতান মাহমুদ শুভ,সহকারী শিক্ষিকা সুমাইয়া আক্তার সুমি প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম নাবিদ ও শপথ বাক্য পাঠ করে মারিয়া আক্তার।
এএফ/১২