যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটের মেয়ে ব্রতী নিহত

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ৩০, ২০২৪
০৪:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২৪
০৭:২৯ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটের মেয়ে ব্রতী নিহত


যুক্তরাষ্ট্রের কুইন্সে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী দেবাপ্রিতা দে ব্রতী (১৮) নিহত হয়েছেন। তিনি সিলেটের চৌহাট্টার বিশিষ্ট ব্যবসায়ী সেন্ট্রাল ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দেবাশীষ দে (বাসু)-এর ছোট মেয়ে। 

আজ সোমবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ব্যাবিলনের সাউদার্ন পার্কওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটিকে পেছন থেকে একটি জিপ সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রতীকে বহনকারী গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্রতীর গাড়ির চালকও মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ওই জিপের চালককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

ব্রতী যুক্তরাষ্ট্রের কুইন্সের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে তবে কবে নাগাদ তার মরদেহ দেশে আনা সম্ভব হবে তা এখনও নিশ্চিত নয়।

দেবাপ্রিতা দে ব্রতীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক। এক শোক বার্তায় তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. এম. এ. ছালাম এক শোকবার্তায় ব্রতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার শান্তিকামনা এবং পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। 

পুলিশি ও হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে ৩০ জানুয়ারি নিউইয়র্ক সময় মঙ্গলবার রাতেই এমিরেটসের ফ্লাইটে মরদেহ দেশে নিয়ে যাওয়া হচ্ছে। দেবপ্রীতার কাকা সুব্রত দে গৌতম জানিয়েছেন, তিনিসহ নিউইয়র্ক ও কানাডা থেকে পরিবারের লোকজন মরদেহ নিয়ে দেশে যাচ্ছেন। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছে সেদিনেই মৃতদেহ সিলেটে নিয়ে যাওয়া হবে।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সিলেট শহরের চালিবন্দরে দেবপ্রীতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। 

 নিউইয়র্কে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে জড়িত পরিবারটির খোঁজখবর নিতে লোকজনকে ভিড় করতে দেখা গেছে।

 জনসমাজ সংগঠক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী জানিয়েছেন, দেবপ্রীতার মরদেহ দেশে পৌঁছা পর্যন্ত সব আনুষ্ঠানিকতার খোঁজ খবর রাখছেন তিনি।


এএফ/১৩