সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৪
০৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২৪
০৫:৫৫ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, ‘সাংবাদিকতায় ইতিবাচকতার কোনো বিকল্প নেই। সরকারের দোষ থাকলে যেমন তুলে ধরেন ঠিক তেমনি দেশের উন্নয়ন অগ্রযাত্রার খবরকে প্রাধান্য দেয়া উচিত। পাঠক সব ধরণের খবর চায়। যে কাগজে সব ধরণের খবরের সমন্বয় থাকে সে কাগজের প্রতি মানুষের আগ্রহ থাকে ‘
আজ সোমবার (২৯ জানুয়ারী) সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে যুক্তরাজ্য থেকে কবি ও লেখিকা নূরজাহান শিল্পীর সম্পাদনায় প্রকাশিত ম্যাগাজিন ‘মাসিক আলো’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এসব কথা বলেন।
আলো সম্পাদনা পরিষদের লেখক ও সাংবাদিক মো.ফয়ছল আলমের সভাপতিত্বে ও সাংবাদিক শফিক আহমদ শফির উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট কৃষি বিশ্ববিদ্যলয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, সিলেটের জেষ্ঠ্য সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক জৈন্তা বার্তা’র সম্পাদক ফারুক আহমদ, সিলেট ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ লবিবুর রহমান লবিব।
আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ অ্যাডভোকেট এম আব্দুল মালিক,মাসিক শাহজালাল এর সম্পাদক রুহুল ফারুক, ছড়ামঞ্চ সিলেট এর সভাপতি, গীতিকবি সিরাজ উদ্দিন শিরুল, প্রবীণ ফটো সাংবাদিক বেলাল চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহিবুর রহমান, সাংবাদিক নূর আহমদ প্রমুখ।
বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামসহ সাংবাদিক সূধীজনের উপস্থিতি ছিলো লক্ষনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, ‘মাসিক আলো তার নামের মতোই সবখানে দ্যুতি ছড়াবে, তবে এ ক্ষেত্রে প্রকাশনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আরও বেশী কাজ করতে হবে, সতর্ক থাকতে হবে,যাতে এতে সব ধরণের পাঠকের জন্য খোরাক থাকে।‘
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন মাসিক আলো বাংলা ভাষাভাষি মানুষের মাঝে সেতুবন্ধন তৈরীতে সক্ষম হবে।
এএফ/১৫