সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৪
০৭:৪০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২৪
০৯:১১ পূর্বাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাতনামা (৬৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় কদমতলী পয়েন্ট সংলগ্ন পানসী রেস্টুরেন্টের পাশের গুদামের বারান্দা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ বলছে, ওই নারী ভবঘুরে ধরনের। গুদামের বারান্দায় রাতে ঘুমিয়েছিলেন তিনি । ঘুমের মধ্যে হয়তো মারা গিয়েছেন। সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে নারীর লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এএফ/০৪