প্রত্যন্ত গ্রামে সাইক্লোনের শীতকালীন কবিতা উৎসব

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ৩১, ২০২৪
০৭:০৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২৪
০৭:০৩ পূর্বাহ্ন



প্রত্যন্ত গ্রামে সাইক্লোনের শীতকালীন কবিতা উৎসব


সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত গ্রাম আলীনগরে সাইক্লোনের শীতকালীন কবিতা উৎসব সম্পন্ন হয়েছে। গ্রামীণ পরিবেশে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মরহুম আবদুল মুমিত চৌধুরীর বাংলো বাড়িতে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অধ্যক্ষ কালাম আজাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘শহরের অগ্রসর মানুষকে গ্রামের নিসর্গ ও সাধারণ মানুষের কাছে ফিরে যেতে হবে।’ 

গল্পকার সেলিম আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাানিত অতিথির বক্তব্য দেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক কবি ডা. মো. মাশুকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাচিকশিল্পী কবি সালেহ আহমদ খসরু, শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার ও সাহিত্য সাময়িকী আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, শাইনি স্টেপসের প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, অনলাইন সিলেট টুডে টোয়েন্টিফোরের সম্পাদক কবির য়াহমদ।

সম্মানিত অতিথির বক্তব্যে ফাহিম আহমদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রাচীন সাহিত্যকর্মের উপর আলোকপাত করে বলেন, ‘সেই চণ্ডিদাস থেকে আমরা দেখতে পাই তারা মানুষকেই সবার উপরে স্থান দিয়েছেন। মোট কথা আমাদেরকে মানবিক হতে হবে।’

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে কবিতা পাঠ করেন ছড়াকার কামরুল আলম, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, লিটল ম্যাগ দো-আশ সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, শিক্ষিকা আফিয়া সুলতানা, রন্ধনশিল্পী ফাহমিদা চৌধুরী, সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, কন্ঠশিল্পী মো. শামসুল ইসলাম খান, কন্ঠশিল্পী বিমান বিহারী বিশ^াস, কবি কামাল আহমদ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ, তাপাদার জান্নাতুল জাহরা, আরমান আহমদ আফ্রিদি, উমের আহমদ চৌধুরী প্রমুখ।  


এএফ/০১