পাঠকসংঘ শৈলীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৩, ২০২৪
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২৪
০১:০৯ পূর্বাহ্ন



পাঠকসংঘ শৈলীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন


প্রগতিশীল পাঠকসংঘ শৈলী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার ((২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরের বালুচরস্থ জামিয়া সিদ্দিকিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শৈলীর সভাপতি অরূপ নাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ ইসমাঈল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ।

শৈলী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সালমান ফার্সির কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শৈলীর উপদেষ্টা কিশোয়ার মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী কামরুল হাসান, জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ।

এছাড়া অতিথি ছিলেন শৈলীর উপদেষ্টা সালেহ আহমদ, মোহাম্মদ জাফর ইকবাল,  হেলাল হামাম, সাইয়্যিদ মুজাদ্দিদ, উইমেন্স মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব তৌফিক রাসেল প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ রেজওয়ান আহমদ বলেন, ‘প্রগতিশীল পাঠক সংঘ শৈলী কেবল পাঠাভ্যাস ও চিন্তার অনুশীলনের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি, বরং শরীরচর্চা ও নির্মল বিনোদনের প্রতিও তারা সমান আগ্রহী– বিষয়টি আনন্দদায়ক। শৈলী তার সভ্যদের পরিপূর্ণভাবে মানুষ হিসাবে গড়ে ওঠার সকল উপাদান সরবরাহ করছে।’

প্রধান আলোচক কিশোয়ার মোশাররফ বলেন, ‘দুর্বল দেহবৃত্তি অনেক ক্ষেত্রেই উন্নত মনোবৃত্তির জন্য বাধা। তাই খেলাধুলা ও কায়িক পরিশ্রম করতে হবে। শৈলীর বার্ষিক ক্রীড়া একটি প্রশংসনীয় উদ্যোগ।’

অনুষ্ঠানের প্রথমপর্বে আলোচনা সভার পর দ্বিতীয় পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। 

সমাপনী বক্তব্যে সভাপতি অরূপ নাগ বলেন, ‘আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক ফিটনেসের জন্য মাঠে ফিরে যেতে হবে।’ তিনি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে সবার জন্য ছিলো বিশেষ আপ্যায়নের ব্যবস্থা।


এএফ/০৫