নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৪, ২০২৪
০২:৩১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২৪
১২:০২ পূর্বাহ্ন
সিলেটকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আখ্যা দিয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি বলেছেন, ‘শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও সিলেটের ব্যাপক পরিচিতি রয়েছে।’ তিনি তাঁর দেশের সঙ্গে বাংলাদেশের সাদৃশ্যের বিভিন্ন দিক তুলে ধরে এ সময় বলেণ, ‘আমাদের দুই দেশের পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাত্রার মান প্রায় একই রকম। এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে।’
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের দুই দেশের পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাত্রার মান প্রায় একইরকম। এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। আমাদের নেপাল একটি স্থলবেষ্টিত দেশ। বাংলাদেশ নেপালকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা প্রদান করে।’ এজন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত আরও বলেন, ‘ইতোপূর্বে বাংলাদেশ নেপাল থেকে সুতা আমদানি করত, কিন্তু সরকারী নিষেধাজ্ঞার কারণে বিগত বেশ কিছু দিন নেপাল থেকে সুতা রপ্তানী বন্ধ ছিল। আগামী ডিসেম্বর থেকে সুতা রপ্তানী পুণরায় চালু হবে।’
চেম্বারের সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ও নেপালের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক প্রকৌশলী ড. এম. ইকবাল, লিডিং ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. বশির আহমদ ভূঁইয়া, নর্থ-ইস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন নেপাল অ্যাম্বেসীর সেকেন্ড সেক্রেটারী ইয়োজনা বামজান, সিলেট চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো. এমদাদ হোসেন, নবনির্বাচিত সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, নবনির্বাচিত পরিচালক আরিফ হোসেন।
এএফ/১০