ফেঞ্চুগঞ্জ সড়কে ঝরলো প্রাণ, পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৭, ২০২৪
০৮:৫১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২৪
০২:১০ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জ সড়কে ঝরলো প্রাণ, পুলিশ সদস্য আহত


সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় দুলাল চৌধুরী (২২) নামে  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী পুলিশ সদস্য আব্দুল আউয়াল চৌধুরী (৪৬)। 

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। আহত আব্দুল আউয়াল মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল ও আব্দুল আউয়াল মোটরসাইকেল যোগে হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন।  বেলা সাড়ে ১১টার দিকে শিববাড়ি এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ফেঞ্চুগঞ্জগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল নিহত হন। 

খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ দ্রুত এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনায় নিহততের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।  


এএফ/০৫