প্রবাসী বন্ধুদের নিয়ে অনাড়ম্বর আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১০, ২০২৪
০৬:১৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২৪
০৮:২৫ অপরাহ্ন



প্রবাসী বন্ধুদের নিয়ে অনাড়ম্বর আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এসএসসি ‘৯১ সিলেট বিভাগের আয়োজন


এসএসসি ‘৯১ সিলেট বিভাগের প্রবাসী বন্ধু মাহবুব সুন্নাহ,  রফিকুল ইসলাম, কামরুল হোসেন, ফকরুদ্দিন রাজী, শামীম আহমদ, জাহাঙ্গীর আলম, মীর সিদ্দিকুর রহমান সেলিম, আজিজুর রহমান মুন্নার সম্মানে অনাড়ম্বর আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  

বুধবার (৭ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজারস্থ গ্র্যান্ডবাফেট রেষ্টুরেন্টের হলরুমে প্রবাসী বন্ধুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে এসএসসি ‘৯১ সিলেট বিভাগ। আড্ডা পরিণত হয় হারানো দিনের বন্ধুদের মিলন মেলায়। মধ্যরাত পর্যন্ত আড্ডা চলে অনাবিল আনন্দ উচ্ছাসে। 


অল্প সময়ের নোটিশে যেসব বন্ধুদের উপস্থিতিতে আয়োজন করে প্রাণবন্ত করে তুলে তারা হলেন- মাহবুব আলম লস্কর, তৌফিক চৌধুরী, কামাল আহমদ, রিপন কুমার দে, নাজমুন্নাহার স্বপ্না, আমিনুল হক জিল্লু, নাজমুল টিটন, শামছুল ইসলাম বাচ্চু, দুদু মিয়া, মাসুদ আহমদ, সাহেল আহমদ, মামুন আহমদ, বিপ্লব পাল, বাসু পাল, মঈন উদ্দিন খোকন, আব্দুর রশিদ রেনু, উৎফল বড়ুয়া, অ্যাডভোকেট ইশতিয়াক সোহেল, অ্যাডভোকেট  সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট  আবু তাহের, বাছিত আহমদ,


আশরাফুল হক চৌধুরী শাকিল, এরশাদুল হক, সৈয়দ মুহিবুর রহমান মুরাদ, কামরুজ্জামান মুরাদ, হাসান আব্দুল মান্নান, লাপাজ আল মাহমুদ, রাজিব হোসেন, কামাল আহমদ লিটন, আব্দুল মান্নান, মিজানুর রহমান, মিসবাহ উদ্দিন, নেয়ামত উল্লাহ, শাহ আলম, শাহীন আহমদ সিদ্দিক, মাহতাব উদ্দিন তালুকদার, আবুল হাসান, মনসুর আহমদ, ফারুক আহমদ, আমি ফয়ছল প্রমুখ। নৈশভোজের মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এএন/০১