দক্ষিণ সুরমার সড়কে ঝরল প্রাণ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১০, ২০২৪
০৮:১৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৪
০৬:৩৫ অপরাহ্ন



দক্ষিণ সুরমার সড়কে ঝরল প্রাণ


সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমা এলাকায় সড়কে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি কুশিয়ারা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাতনামা একটি গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।


এএফ/০১