পরিবারে স্বচ্ছলতা ফেরানো হলো না প্রবাসী সুমনের

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২৪
১০:০০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২৪
০৭:৪১ অপরাহ্ন



পরিবারে স্বচ্ছলতা ফেরানো হলো না প্রবাসী সুমনের


পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মধ্যপ্রাচ্যের দেশ ওমান গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার বাসিন্দা সুমন আহমদ (২৭)। ধার-দেনা করে প্রবাসে যাওয়ার খরচ জোগাড় করেছিলেন। কিন্তু ওমান যাওয়ার তিন মাসের মাথায় আকস্মিক তাঁর মৃত্যু পরিবারকে স্বচ্ছলতার পরিবর্তে আরো অকুলপাতাড়ে ফেলে দিয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টার দিকে তিনি মারা যান। 

সুমন জকিগঞ্জ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পঙ্গবট গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের ছেলে। 

জকিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল আহমদ জানান, সুমন ব্যক্তিগত জীবনে ছোট্ট দুই কন্যাসন্তানের জনক। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সে সবার ছোট। প্রায় ৩ মাস আগে জীবিকার তাগিদে ওমান প্রবাসে পাড়ি দেয়। তার পরিবার আর্থিকভাবে অনেকটা অসচ্ছল। প্রবাস যাওয়ার ঋণ পরিশোধ করাও তার পক্ষে সম্ভব হয়নি। 

কাউন্সিলর আরও বলেন, মঙ্গলবার সকাল ৬ টার দিকে সুমন তার স্ত্রীর সঙ্গে সর্বশেষ কল দিয়ে কথা বলেছে। এরপর আমাকেও কল দিয়েছিলো কিন্তু আমি কল রিসিভ করতে পারিনি। যতটুকু জানতে পেরেছি- কাজে যাবার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করে সে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়ে। বর্তমানে তার লাশ ওমান পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।


এএফ/০৬