সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৪
০৯:০৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৪
০৯:০৩ অপরাহ্ন
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে দেশি প্রজাতির ২৮টি পাখি জব্দ করেছে বন বিভাগ। অভিযান শুরু হলে বিক্রেতারা পাখিগুলো রেখে পালিয়ে যান।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরবাজার লালাবাজারের মুখ এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগ।অভিযানে নেতৃত্ব দেন সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ।
এসময় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ৫টি খাঁচা রেখে পালিয়ে গেছেন বিক্রেতারা। এসময় বিভিন্ন জাতের ২৮টি পাখি উদ্ধার করা হয়।পাখিগুলোর মধ্যে চারটি টিয়া, ১৩টি ঝুঁটি শালিক, ১১টি ঘুঘু ছিল। পরে পাখিগুলো সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। বিকেল সাড়ে তিনটার দিকে সিলেটের জেলা প্রশাসক বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তার বাস ভাবনে পাখিগুলো উন্মুক্ত করেন।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, পশু পাখি বনেই মানায়। এটি বাস্তবায়নে বন বিভাগ কাজ করছে। সিলেটে পশু-পাখির জন্য অভায়ারণ্য রয়েছে। সেটি যাতে আরও বৃদ্ধি পায় সে উদ্যোগ নেওয়া হবে।
এএফ/০২