সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪
০৪:৫২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২৪
০৪:৫৩ পূর্বাহ্ন
মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে সিলেটে স্মরণ করা হলো ব্লগার অভিজিৎ রায়কে। অভিজিৎ স্মরণ এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেটের অ্যাকটিভিস্টদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, অভিজিৎ রায় একটি বিজ্ঞানমনস্ক, উদার ও যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে লেখালেখি করেছেন। এ কারণে তাকে প্রাণও দিতে হয়েছে। অভিজিৎসহ কয়েকজন যুক্তিবাদী লেখককে হত্যা এবং সরকারের আপোষের কারণে এখন মৌলবাদী গোষ্ঠী আরও শক্তিশালী হয়ে উঠেছে। দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে। মানুষজন কথা বলতেও ভয় পায়। লেখকরা স্বাধীনভাবে লেখালেখি করতে পারেন না।
এ সময় উপস্থিত ছিলেন, স্থপতি রাজন দাস, প্রাবন্ধিক ও লেখক এনামুল হক, পরিবেশ কর্মী আশরাফুল কবীর, হযরত বিনয় ভদ্র, অরূপ বাউল, লেখক সামসুল আমিন, মাহবুব রাসেল, রিপন চৌধুরী, মেকদাদ মেঘ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক প্র্রমুখ।
এএফ/০৭