সিলেটে একুশের আলোকে নাট্য প্রদর্শনীর উদ্বোধন আজ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৭, ২০২৪
০২:১৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২৪
০২:১৮ পূর্বাহ্ন



সিলেটে একুশের আলোকে নাট্য প্রদর্শনীর উদ্বোধন আজ


মহান ভাষার মাসে প্রতি বছরের মতো এবারও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে শুরু হচ্ছে ‘একুশের আলোকে নাট্য প্রদর্শনী’।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল চারটায় নগরের কবি নজরুল অডিটোরিয়াম মুক্ত মঞ্চে ১০ দিনব্যাপী প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 

সিলেট সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিলেটের সহযোগিতায় নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

এতে অংশ নিচ্ছে, থিয়েটার মুরারীচাঁদ, থিয়েটার সিলেট, দর্পণ থিয়েটার, নবশিখা নাট্যদল,থিয়েটার বাংলা, নাট্যালোক সিলেট, নাট্যায়ন সিলেট, কথাকলি সিলেট, উদীচী সিলেট, নাট্যমঞ্চ সিলেট।

প্রতিদিন সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটক মঞ্চায়ন হবে।নাটকের প্রবেশপত্র অডিটোরিয়াম হল কাউন্টার এ পাওয়া যাবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সিলেটের সকল নাট্যমোদী দর্শক ও শুভানুধ্যায়ীদের উদ্ধোধনী আয়োজনসহ প্রতিদিনের নাটক দেখার আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, এ বছর সম্মিলিত নাট্য পরিষদ সিলেট গৌরবের চল্লিশ বছর উদযাপন করছে। 



এএফ/০