পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির সিলেট

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৮, ২০২৪
১২:৪১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২৪
০৪:৩৭ অপরাহ্ন



পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির সিলেট

শ্রমিকদের ডাকা কর্মবিরতি যানবাহন শূন্য দক্ষিণ সুরমার আব্দুস সামাদ আজাদ চত্বর এলাকা। ছবি: গৌতম চৌধুরী


গ্যাস সঙ্কট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। 

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ছয়টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। 

কর্মবিরতির কারণে ভোর থেকেই সিলেটের সড়কগুলো অনেকটা যানবাহনহীন। বাস স্টেশনগুলো থেকে ছেড়ে যাচ্ছে না আঞ্চলিক ও দূরপাল্লার বাস। চলাচল করছে না কোনো ধরনেরই যানবাহন।

সিলেট নগরের দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একাধিক বাস কাউন্টারে কথা হয়েছেন সিলেট মিরর প্রতিবেদকের। তারা জানিয়েছেন, কর্মবিরতির কারণে কোনো বাস ছেড়ে যায়নি। 


গত রবিবার নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করে এ কর্মসূচির ডাক দিয়েছিলেন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনভর নগরে মাইকিং করে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয় সিলেটের পরিবহন শ্রমিকদের। 

দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮ থেকে ২০ দিন পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফরে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়িগুলোর চালক। শধু তাই নয়, সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণরাও।

পরিবহন নেতারা বলছেন, সিলেটে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধর্ণা দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েক  বার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থা তথৈবচ। ফলে বাধ্য হয়েই তারা এবার ‘কঠোর’ আন্দোলনের পথ বেছে নিয়েছেন। 

এছাড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ- বিভিন্ন সময় বিভিন্ন ‘মিথ্যা’ মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তা। এ দুটি প্রধান দাবিসহ ৫ দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সিলেটের পরিবহন শ্রমিকরা।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম সিলেট মিররকে বলেন, সিলেট তেল-গ্যাসে ভরপুর। অথচ সেই সিলেটবাসীকেই বঞ্চিত করা হচ্ছে এ সম্পদ থেকে। এটি সিলেট বিদ্বেষমূলক ও গভীর ষড়যন্ত্র। এই সমস্যার স্থায়ী সমাধান ও বিভিন্ন সময় গাড়ি পুড়ানো মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করাসহ ৫ দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ভোর থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।’

প্রয়োজনে পুরো সিলেট বিভাগজুড়ে কর্মসূচি ডাকা হবে বলেও হুঁশিয়ার করেন এই পরিবহন নেতা।



এএফ/০২