সড়ক দুর্ঘটনায় সিসিকের নারী কর্মী নিহত

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৯, ২০২৪
০৫:১৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৯, ২০২৪
০৮:০৬ অপরাহ্ন



সড়ক দুর্ঘটনায় সিসিকের নারী কর্মী নিহত


সিলেটের খাদিমনগরে মাইক্রোবাস চাপায় আহত সিলেট সিটি করপোরেশনের কর্মী পপি রানী তালুকদার (২৯) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পপি রানী সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার অফিস সহকারী ছিলেন। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। স্বামী ও দুই শিশু সন্তান নিয়ে তিনি সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টার-২ এ বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পপি রানী নগরভবনে আসার জন্য বাসা থেকে বের হন। এক পর্যায়ে রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতির একটি পর্যটকবাহী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। 




এএফ/০৬