সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তণশিক্ষার্থীদের পূনর্মিলনী

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৩, ২০২৪
০৩:৫১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২৪
০৩:৫১ পূর্বাহ্ন



সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তণশিক্ষার্থীদের পূনর্মিলনী


সুনামগঞ্জ সরকারি কলেজ ১৯৯২ (এস.এস.সি.) ব্যাচের শিক্ষার্থীদের ‘এসো মিলি বন্ধুত্বের অকৃত্রিম অটুট বন্ধনে’-প্রতিপাদ্যে পূনর্মিলণী অনুষ্ঠিত হয়েছে। ‘বন্ধু সম্মিলন-২০২৪’-শিরোনামে গতকাল শুক্রবার সিলেটের একটি রিসোর্টে এ উপলক্ষে দিনভর আয়োজন করা হয় নানা কর্মসূচি।

শুরুতেই এই ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে ছিলে- ‘গল্পে-গল্পে আড্ডা’, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, র‌্যাফেল ড্র, স্মৃতিচারণ, স্যুভেনির ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মৌসুমী, তানিয়া, সাবিনা, রুবি, রাসেল, হিরন্ময়, অসিত, এজাদুর শাহীন, চৈতি, পিয়া, সুব্রত, বিশ^জিৎ শর্ম্মা, শাহীন, সুজন, সঞ্জু, সাজাউর রাজা, আমির শাহ, বিপুল, নুর আলী, নকুল, আবু সাহেদ, সব্দর আলী, আলমগীর, এনামুল, নিশি আলমগীর, দেবেশ, এমদাদ, শিরিন, হেপী, ডলি, হামিদা, লাকী, পাপিয়া, লিলি, দিপা,রুনি, স্বপ্না, ওমর খৈয়াম, রুপক, সুজাত, জহিনুর, হাবিব, বিমল, দুলাল প্রমুখ।