শাহজালাল জামেয়া নাজিরের গাঁও শাখার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৫, ২০২৪
০৪:৫৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২৪
০৫:০২ পূর্বাহ্ন



শাহজালাল জামেয়া নাজিরের গাঁও শাখার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন


শাহজালাল জামেয়া ইসলামিয়া নাজিরের গাঁও শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (৪ মার্চ) শহরতলীর নাজিরের গাঁওয়ে এ মাদ্রাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। 

নাজিরের গাঁও শাখার উপকমিটির চেয়ারম্যান হাফেজ আব্দুল হাই হারুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শাখার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জুনাইদ আল-হাবিব। 

বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৪ এর আহবায়ক খোরশেদ আলম মহসিনের পরিচালনায় শিক্ষকদের মধ্যে  বক্তব্য দেন মাওলানা আজিজুর রহমান,  মাওলানা সিদ্দিকুর রহমান,  শাহীন আলম। 

এসময় উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হুদা, উবায়দুল হক, মাওলানা আনোয়ার হোসেন, আলা উদ্দিন,  মাওলানা আব্দুল খালিক, মাওলানা ইমরান আহমদ, হোসাইন আহমদ, দিঘীরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আমীর হোসাইন প্রমুখ।


এএফ/০৭