সিলেটে ই য়া বা র সবচেয়ে বড় চালান জব্দ করেছে র‍্যাব

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৫, ২০২৪
০২:১৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২৪
০৭:০৯ অপরাহ্ন



সিলেটে ই য়া বা র সবচেয়ে বড় চালান জব্দ করেছে র‍্যাব


সিলেটে এ যাবতকালের সবচেয়ে বড় ইয়াবার চালান জব্দ করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সোমবার (৪ মার্চ) বিকাল পাঁচটায় সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের একটি বাড়িতে অভিযান চারিয়ে ৪৭ হাজারের অধিক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব-৯।

এ ঘটনায় আটক করা হয় হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১)। তারা পেশায় মাদক ব্যবসায়ী বলে র‌্যাবের দাবি। আটক দু’জনের বাড়ি মাইজকান্দি গ্রামে।

জানা গেছে, উপজেলার মাইজকান্দি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটের সন্ধান মিলে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল। 

তিনি বলেন, সিলেটে জব্দকৃত ইয়াবার এটাই এ যাবতকালের সবচেয়ে বড় চালান। এর আগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান সিলেটে জব্দ করেছিল র‍্যাব-৯।

 


এএফ/০৭