শ্রীমঙ্গলে গণিত উৎসবে খ্যাতিমান কথাসাহিত্যিক জাফর ইকবাল

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ০৯, ২০২৪
০৭:২৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২৪
০৫:১৩ অপরাহ্ন



শ্রীমঙ্গলে গণিত উৎসবে খ্যাতিমান কথাসাহিত্যিক জাফর ইকবাল


খ্যাতিমান কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপস্থিতিতে শ্রীমঙ্গলে প্রথমবার অনুষ্ঠিত হলো  গণিত উৎসব ২০২৪।

আজ শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ উৎসবের আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার প্রায় আড়াই হাজার শিক্ষার্থী গণিত উৎসবে অংশগ্রহণ করে। উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উম্মে বিনতে সালাম এর সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চট্রগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো ইফতেখার মনির, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সুমনকুমার দাশ, বাতিঘর প্রকাশনার প্রকাশক দীপংকর দাশ, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল। 

গণিত উৎসবে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে মেডেল, সনদপত্র বিতরণ করেন অতিথিরা।



জিকে-০১/এএফ-০৪