সিলেট মিরর ডেস্ক
মার্চ ১২, ২০২৪
০৭:৪৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২৪
০৭:৪৪ পূর্বাহ্ন
পবিত্র রমজান উপলক্ষে রোজার প্রথম দিনে শ্রীমঙ্গলে দুই শতাধিক ইমাম ও মুয়াজ্জিন এবং শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে হাজী সেলিম ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার ভুনবীর ইউনিয়নের প্রতিটি মসজিদের শতাধিক ইমাম ও মুয়াজ্জিন এবং শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার ভুনবীর ইউনিয়নের সন্তান ও কাতার প্রবাসী ব্যবসায়ী হাজী সেলিম নিজের নামে গড়া ফাউন্ডেশনের মাধ্যমে গত তিন বছর ধরে এ কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি সারা বছর বিভিন্ন মানবিক কাজ করে আসছেন।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী সেলিমের বাবা হাজী সৈয়দ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
অনুষ্ঠান পরিচালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যুবনেতা আব্দুল কাদির জিলানী।
হাজী সেলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে রমজান মাস জুড়ে প্রতিদিন শতাধিক দরিদ্র মানুষকে উন্নত মানের ইফতার করানো হবে। যা বিগত বছর গুলিতেও হয়েছে।
জিকে-০১/এএফ-০২