সড়কের পাশে ফের লা শ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১২, ২০২৪
০৭:৫৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২৪
০৯:২০ পূর্বাহ্ন



সড়কের পাশে ফের লা শ, শরীরে আঘাতের চিহ্ন


মৌলভীবাজার জেলায় ফের রাস্তার পাশে থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে মৌলভীবাজার- সিলেট সড়কের পাশে থেকে অজ্ঞাতনামা এ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল নয়টায় উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় মৌলভীবাজার সিলেট সড়কের পাশে লাশটি দেখতে পায়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘এখন পর্যন্ত লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।’

স্থানীয় ইউপি সদস্য কদর আলী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

এর আগে গত মঙ্গলবার (৫ মার্চ) জেলার কুলাউড়ার বিছরাকান্দি এলাকায় সড়কের মো. রহমান আলী (৬৫) নামে এক নৈশপ্রহরীর লাশ রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

তিনি উপজেলার ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।


এএফ/০৩