না ফেরার দেশে কণ্ঠশিল্পী খালিদ, ‘ফেরানো গেল না তাকে’

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২৪
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২৪
০৯:১৪ অপরাহ্ন



না ফেরার দেশে কণ্ঠশিল্পী খালিদ, ‘ফেরানো গেল না তাকে’


জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (১৮ মার্চ) রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

খালিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও উপস্থাপক তানভীর তারেক।

তিনি জানান, সন্ধ্যার পরে তিনি অসুস্থ বোধ করেন। বাসা থেকে তাকে দ্রুত রাজধানীর কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’, ‘নাতি খাতি বেলা গেল’, ‘কীর্তনখোলা নদী’– এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।

আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ। তিনি চাইম ব্যান্ডের ভোকাল ছিলেন। বসবাস করতেন নিউ ইয়র্কে। সম্প্রতি ঢাকায় এসেছিলেন তিনি। জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতসহ শোবিজ অঙ্গনে।

অনেক দিন ধরে গানে অনিয়মিত ছিলেন খালিদ। নতুন গান প্রকাশ না করলেও গানের সঙ্গে তার সম্পর্কে ছেদ হয়নি কখনও।



এএফ/১২