ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন বন্যা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৩, ২০২৪
০২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২৪
০২:৩৫ পূর্বাহ্ন



ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন বন্যা

ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন বন্যা


ভার‌তের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থে‌কে দেশ‌টির মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক গ্রহণ ক‌রে‌ছেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ‌্যায় দিল্লিতে ভার‌তের রাষ্ট্রপতি ভবনে এ পুরস্কার গ্রহণ ক‌রেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

এদিন ঢাকায় ভারতীয় হাইকমিশন তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবুক পেজে এক পো‌স্টে জানায়, অধ্যাপক (ড.) রেজওয়ানা চৌধুরী বন্যাকে শিল্পকলায় পদ্মশ্রী পদক প্রদান করা হয়েছে। তিনি বাংলাদেশের একজন দক্ষ পেশাদার সঙ্গীতশিল্পী, রবীন্দ্রসঙ্গীতের একজন নিবেদিতপ্রাণ অনুশীলনকারী।

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন। এরপর রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। 

এ বছর ভারত সরকার ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। তাদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পে‌লেন।

চল‌তি বছ‌রের জানুয়া‌রির শে‌ষের দি‌কে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস নোটে এবারেন পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করে।

জিসি / ০২