সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২৪
০৫:৫৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২৪
০৫:৫৬ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকায় ভবন ধস, আটকা অর্ধশতাধিক, নিহত ৩
দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন একটি পাঁচ তলা ভবন ধসে ৩ জন নিহত হয়েছে। ওয়েস্টার্ন কেপ টাউনের পূর্ব উপকূলীয় জর্জ শহরে স্থানীয় সময় সোমবার বিকেলে ভয়াবহ এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে কমপক্ষে ৫৩ জন। জর্জ শহর কর্তপক্ষ এই সংখ্যা ৫১ জন বলে উল্লেখ করেছে। খবর সিএনএন’র।
ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৭৫ নির্মাণ শ্রমিক উপস্থিত ছিল বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে তিনজন নিহত হয়েছে। জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে কেপ টাউনের পূর্ব উপকূলীয় শহর জর্জের মিউনিসিপ্যালিটি বলেছে, ‘ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ রয়টার্সের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোমবার বিকেলে ভবনটি ভেঙে পড়ে এবং চারিদিকে ধুলো উড়তে থাকে।
স্থানীয় কাউন্সিলর থেরেসা জেই ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “আমি দেখেছি একজন লোক সেখানে কাজ করছে এবং তারপর চোখের সামনে দেখলাম পুরো বিল্ডিং ভেঙে পড়েছে... আমি এটা দেখে স্তম্ভিত, খুবই দুঃখজনক ঘটনা।”
জিসি / ০২