সিলেটে ঘন্টাকাল ধরে আন্দোলনকারী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক ও শাবিপ্রবি প্রতিনিধি


আগস্ট ০২, ২০২৪
০৬:১২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২৪
০৬:৩০ অপরাহ্ন



সিলেটে ঘন্টাকাল ধরে আন্দোলনকারী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া


কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘প্রাথনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির গণমিছিলে পুলিশি বাঁধা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। বিপরীতে চারটি অবস্থান থেকে আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ছুড়ছেন। 

আজ শুক্রবার (২ আগস্ট) পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা তিনটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তারা নগর অভিমুখে গণমিছিল শুরু করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। 

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকারীরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিকেল সোয়া ৩টার দিকে নগর অভিমুখে ‘ছাত্র-জনতা গণমিছিল’ বের করে। মিছিলটি আখালিয়াস্থ মাউন্ড এডোরা হাসপাতালের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

পুলিশ ব্যাপক হারে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। 

এ সময় শিক্ষার্থীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে নগরের মদিনা মার্কেট-বাগবাড়ী রোড, লতিফ মঞ্জিল ও মদিনা মার্কেট কালিবাড়ী রোডে অবস্থান নেন। আরেক অংশ মাউন্ড এডোরার গলিতে অবস্থান নেয়। এসব অবস্থান থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

অন্যদিকে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করছে।

পুলিশ ধাওয়া দিলে তারাও লাটিসোঁটা নিয়ে প্রতিরোধ করতে দেখা গেছে। বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 



এইচএন-০১/ এএফ-০৪