সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৩, ২০২৪
০১:৩৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২৪
০১:০৯ অপরাহ্ন
কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবা ডন’ খ্যাত আবদুর রহমান বদির ‘ইয়াবার ক্যাশিয়ার’ হিসাবে পরিচিত সালাউদ্দিন মেম্বারকে আটক করেছে র্যাব-১৫ এর একটি দল। ওমরা হজ যাত্রী হিসাবে সৌদি আরবগামী বিমানে আরোহণকালে আটক হন তিনি।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে দেশ ছেড়ে পালানোর সময় সিলেট বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯।
আটক হওয়া সালাউদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উক্ত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
জানা গেছে, ইহরামের কাপড় বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় আকাশে উড়াল দেয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করা হয়।
স্থানীয় লোকজনের কাছে আটক হওয়া সালাউদ্দিন মেম্বার ইয়াবা ডন বদির মাদক ব্যবসার ক্যাশিয়ার হিসেবে পরিচিত। ধরা পড়ার ভয়ে তিনি কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দর এড়িয়ে সিলেট বিমানবন্দর দিয়ে সৌদি আরব পলায়নকালে র্যাবের হাতে আটক হন।
ভিডিও দেখুন- |
এএফ/০২