ভারত পালানোর সময় শ্রীমঙ্গলে গ্রেপ্তার ঢাকা সিটি কাউন্সিলর সিরাজুল ইসলাম

গোলাম কিবরিয়া, শ্রীমঙ্গল


সেপ্টেম্বর ১৪, ২০২৪
০৬:০৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২৪
০৬:০৭ অপরাহ্ন



ভারত পালানোর সময় শ্রীমঙ্গলে গ্রেপ্তার ঢাকা সিটি কাউন্সিলর সিরাজুল ইসলাম


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে আওয়ামী লীগ নেতা ও ঢাকা সিটি করপোরেশনের মুগদাপাড়া এলাকার কাউন্সিলর সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সীমান্ত দিয়ে অবৈধপন্থায় ভারত যাওয়ার পরিকল্পনা করছিলেন। 

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলার রাধানগরের প্যারাগন রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ  জাহাঙ্গীর হোসেন। এসময় শ্রীমঙ্গল থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ছাত্রদের বিপরীতে অবস্থান নিয়ে সরাসরি নেতৃত্ব দেন। তিনি মুগদা থানার এজাহার ভুক্ত আসামি। আমাদের কাছে খবর ছিল তিনি আজ রাতে মৌলভীবাজারের সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে যেতে চাচ্ছিলেন। যেহেতু উনার বিরুদ্ধে মামলা আছে শুধু তাকেই আমরা গ্রেপ্তার করছি। তার পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে।’


এএফ/১০