সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৪, ২০২৪
০২:১৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২৪
০২:৩০ অপরাহ্ন
গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার
বেসরকারি বিনোদন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গণহত্যার ঘটনায় করা মামলায় রবিবার (৩ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান জানান, গতকাল রাত ১২টায় ভাটারার প্রগতি স্মরণি থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
তিনি আরও জানান, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আজ (৪ নভেম্বর) তাপসকে আদালতে পাঠানো হয়েছে।
জিসি / ০৩