সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৯, ২০২৪
০৬:২২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২৪
০৭:০৭ অপরাহ্ন



সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ


আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ইউনিফরম ছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বা কোনো ডিপার্টমেন্টের কেউ সাদা পোশাকে গ্রেপ্তার এবং কারো বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া যাবে না। যদি কেউ কোনো প্রকার ভুয়া মামলা দেয়, তবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে।’

যেসব শীর্ষ সন্ত্রাসী ২০-২৫ বছর ধরে কারাভোগ করে এখন মুক্ত হয়েছে তাদের ব্যাপারেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ সোমবার (৯ ডিসেম্বর) খুলনা অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।

বিগত ১৫ বছর ভারত বাংলাদেশ থেকে সব সুবিধা নিয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লুটপাট করে অনেকে এখন সেখানে আশ্রয় নিয়েছে। এখন তারা বাড়তি সুযোগ না পেয়ে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে।’

সীমান্তে কোনো প্রকার বাড়াবাড়ি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব প্রকার ঘুষ-বাণিজ্য বন্ধ করতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের থাকা, খাওয়া এবং ট্রাফিকের দায়িত্ব পালনের স্থানে বিশ্রাম এবং টয়লেটের ব্যবস্থা করতে হবে।’



এএফ/০৬