সুবিধাবঞ্চিত শিশুদের পোষাক উপহার দিলেন উদ্যোক্তা আমিনা খুশি

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২১, ২০২৫
০৯:৫২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২৫
০৯:৫৩ অপরাহ্ন



সুবিধাবঞ্চিত শিশুদের পোষাক উপহার দিলেন উদ্যোক্তা আমিনা খুশি


সিলেটের শিবগঞ্জ এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছেন সিলেটের নারী উদ্যোক্তা আমিনা খুশি। খুশির অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্ল্যামডাস্ট’ শিশুদের মধ্যে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছে।

আজ শুক্রবার (২১ মার্চ) সিলেট নগরের শিবগঞ্জ লাকড়িপাড়ায় শতাধিক শিশুর মধ্যে পোশাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন ঈদে নতুন পোশাক পায় এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, সে জন্যই গ্লামডাস্টের এই উদ্যোগ। ‘গ্ল্যামডাস্টের' ব্যবসার লাভাংশ, সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্যদের অর্থ দিয়ে শতাধিক শিশুর জন্য ঈদের পোশাক কেনা হয়। এ উদ্যোগে শিশুদের যেমন হাসি ফুটেছে, শিশুদের অভিভাবকরা বেশ আনন্দিত হয়েছেন।

‘গ্ল্যামডাস্ট’ পরিচালক আমিনা খুশি বলেন, ‘ঈদ আমাদের জীবনে একটি বিশেষ মুহূর্ত। কিন্তু অনেকেই অর্থনৈতিক কারণে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেন না। আমাদের সম্মিলিত এই ক্ষুদ্র প্রচেষ্ঠা শিশুদের ঈদের আনন্দে একটু হলেও অংশীদার হতে সাহায্য করতে পারে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’

এমন উদ্যোগ নেওয়ায় আনন্দিত শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরা। তাদের একজন বললেন, ‘নতুন পোশাক পেয়ে আমাদের শিশুদের মুখে হাসি এসেছে, এটাই আমাদের ঈদের আনন্দ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে আমাদের শিশুদের নতুন পোশাক দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে, কিন্তু আজকের এই উদ্যোগটি আমাদের জন্য একটি বড় সাহায্য।’

আমিনা খুশি বলেন, ‘আমার বিশ্বাস, সমাজে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। এমন উদ্যোগগুলোই একে অপরকে সহযোগিতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।" তিনি আরও জানান, গ্ল্যামডাস্টের এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা থাকবে।



এএম/এএফ-০৬