এসপিএসের সঙ্গে আড্ডায় ওয়াইল্ড ফটোগ্রাফার আনসার উদ্দিন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৭, ২০২৫
০৫:১৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২৫
০৫:১৩ অপরাহ্ন



এসপিএসের সঙ্গে আড্ডায় ওয়াইল্ড ফটোগ্রাফার আনসার উদ্দিন


ওয়াইল্ড ফটোগ্রাফার ও সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানের সঙ্গে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের অভিজ্ঞতা বিনিময়মূলক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় নগরের আম্বরখানার হোটেল ক্রিস্টাল রোজের হল রুমে এ আড্ডা অনুষ্ঠিত হয়। 

‘আসুন ফটো আড্ডায়’ শীর্ষক অতিথি আনসার উদ্দিন খান পাঠানের কাছ থেকে ফটোগ্রাফি নিয়ে নানা অভিজ্ঞতা, স্মৃতি ও গল্প শুনেন সদস্যরা। 



এএফ/০৩