প্রতিনিধি তাহিরপুর
নভেম্বর ১৬, ২০২৫
০৪:০২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২৫
০৪:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, ‘হাওরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক হিসেবে তাহিরপুর হতে ধর্মপাশা হয়ে সারাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে, জামালগঞ্জের সঙ্গে যোগাযোগ হবে, মধ্যনগরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ হবে তথা হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। আর এজন্য ধানের শীষে ভোটে দেওয়া চাই।’
শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক।
ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করা ও ঘরে ঘরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে এই উঠোন বৈঠকের আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ও সমিজ উদ্দিন তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান ও শাহ জামাল। এসময় উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এএইচএম-০১/এএফ-০৬