শ্রীমঙ্গলে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ২৯, ২০২০
১০:১৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২০
১০:১৭ অপরাহ্ন



শ্রীমঙ্গলে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

করোনা আতঙ্কে সারাদেশের মানুষ কার্যত গৃহবন্দি। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে রাস্তাঘাট অনেকটাই জনমানবশূন্য। এ অবস্থায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শহর ও গ্রাম পর্যায়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী।

 

আজ রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ারের নেতৃত্বে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর নজরদারি করতে দেখা যায় সেনা সদস্যদের। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষকে বাইরে না যেতে সেনা সদস্যরা মাইকিং করে সতর্ক করছেন। কোথাও যেন জনসমাগম না হয়, সে বিষয়ে তারা নজরদারি করছেন। সেই সঙ্গে সেনা সদস্যরা ভ্রাম্যমাণ দিনমজুর ও বৃদ্ধাদের মাঝে মাস্ক, চাল, ডাল, তেল ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা যায়।