সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৪, ২০২৫
০৩:১৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২৫
০৩:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজার কারাগারে বার্ষিক পুরস্কার বিতরণ
মৌলভীবাজার জেলা কারাগারের আয়োজনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কারাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন।
শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে কারা বিভাগের উন্নয়নে সবাইকে তিনি একযোগে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেল সুপার মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার কাজী মাজহারুল ইসলামসহ কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, আনুষ্ঠানিকতা ও সৌহার্দ্যের উষ্ণ আবহ।
চলতি বছরের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে সেরা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ড্রিল পারদর্শিতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান কারারক্ষী মো. শহিদুল ইসলাম শিমুল। ভালো কাজের স্বীকৃতি অর্জন করেন কারারক্ষী মো. রোমান মিয়া। আর কারাগারের ভেতরে মাদক প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সম্মাননা দেওয়া হয় ফয়সাল আহমেদকে।
জিসি / ০৩