শ্রীমঙ্গলে বিদেশফেরতদের বাড়িতে স্টিকার লাগালো পুলিশ

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ৩০, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে বিদেশফেরতদের বাড়িতে স্টিকার লাগালো পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদেশফেরতদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনের স্টিকার লাগাচ্ছে শ্রীমঙ্গল থানার পুলিশ। আজ রবিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

 

রবিবার সকাল ১১টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মহড়ায় বিদেশেফেরত প্রবাসীদের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিনের  স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এ সময় তাদের বাড়ির ছাদে ডেকে হ্যান্ড মাইকের মাধ্যমে ১৪ দিন শেষ না হওয়া পর্যন্ত বাড়ি থেকে বের ও কারও সঙ্গে মিলামেশা না করতে নির্দেশনা দেওয়া হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরীসহ পুলিশ ও সেনা সদস্যরা।