শ্রীমঙ্গল প্রতিনিধি
মার্চ ৩০, ২০২০
০৪:০৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২০
০৪:০৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদেশফেরতদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনের স্টিকার লাগাচ্ছে শ্রীমঙ্গল থানার পুলিশ। আজ রবিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মহড়ায় বিদেশেফেরত প্রবাসীদের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিনের স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এ সময় তাদের বাড়ির ছাদে ডেকে হ্যান্ড মাইকের মাধ্যমে ১৪ দিন শেষ না হওয়া পর্যন্ত বাড়ি থেকে বের ও কারও সঙ্গে মিলামেশা না করতে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরীসহ পুলিশ ও সেনা সদস্যরা।