'নিখোঁজ' বড়লেখার ১৩০ প্রবাসী!

বড়লেখা প্রতিনিধি


মার্চ ৩০, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন



'নিখোঁজ' বড়লেখার ১৩০ প্রবাসী!

মৌলভীবাজারের বড়লেখার ১৯৮ জন প্রবাসী সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। এর মধ্যে ৬৮ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। ইতোমধ্যে ৩৫ জনের কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হয়েছে। ফলে তারা স্বাভাবিক জীবনে ফিরেছেন। কিন্তু বাকি ১৩০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠেছে- ১৩০ জন প্রবাসী কোথায় আছেন?

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ১৯৮ জন প্রবাসী বড়লেখায় এসেছেন। এর মধ্যে ৬৮ জনের সন্ধান পেয়ে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। বাকি ১৩০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। কোয়ারেন্টিনে থাকা ৬৮ জনের মধ্যে ৩৫ জন কোয়ারেন্টিনে থাকার নির্দিষ্ট মেয়াদ শেষ করেছেন। ফলে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে বলা হয়েছে।

  

বড়লেখা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস বলেন, আমাদের কাছে ১৯৮ জনের তালিকা আছে। এর মধ্যে ৬৮ জনের সন্ধান পেয়ে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। বাকি ১৩০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। কোয়ারেন্টিনে থাকা ৬৮ জনের মধ্যে ৩৫ জন কোয়ারেন্টিনে থাকার নির্দিষ্ট মেয়াদ শেষ করেছেন। ফলে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে বলা হয়েছে। তাদের কারও মধ্যে করোনার কোনো লক্ষণ নেই। বাকি ১৩০ জনের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।