বড়লেখায় কর্মহীনদের ঘরে খাবার দিলেন ওসি

বড়লেখা প্রতিনিধি


মার্চ ৩০, ২০২০
১০:০২ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২০
১০:০২ অপরাহ্ন



বড়লেখায় কর্মহীনদের ঘরে খাবার দিলেন ওসি

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের হাটবন্দ কলোনির বাসিন্দারা সবাই খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। করোনাভাইরাসের কারণে গেল কয়েকদিন থেকে তারা ঘরবন্দি। হাতে কোনো কাজকর্ম নেই। এ অবস্থায় অনেকেই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।

এমন মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী দিয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক। রবিবার (২৯ মার্চ)  রাত ১১টায় তিনি তাদের ঘরে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন। এরপর রাত ১টা পর্যন্ত কয়েকটি কলোনি ঘুরে তিনি নিজেই তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় ৩০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি করে পেঁয়াজ দেওয়া হয়। বিতরণকালে ওসির সঙ্গে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন নাথ ও উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায় উপস্থিত ছিলেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার মানুষের চলাচল সীমিত করেছে। এ কারণে দিনমজুররা বেকার হয়ে পড়েছেন। তারা যাতে না খেয়ে থাকেন, সেজন্য ব্যক্তিগত পক্ষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আজ আরও ২০টি পরিবারকে খাদ্য সহায়তা দেব।