মৌলভীবাজারে করোনা প্রতিরোধে মাঠে সেনা ও পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি


এপ্রিল ০২, ২০২০
১০:৫৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
১০:৫৮ অপরাহ্ন



মৌলভীবাজারে করোনা প্রতিরোধে মাঠে সেনা ও পুলিশ

মৌলভীবাজারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের কুসুমবাগসহ বেশ কয়েকটি জনবহুল এলাকা ও গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্ণেল হানিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম কাজ করছে। পাশাপাশি পুলিশ সুপার ফারুক আহমদের নেতৃত্বে জেলা পুলিশও করোনা প্রতিরোধে কাজ করছে।

এ সময় রাস্তায় চলাচলকারী যানবাহন আটকে তল্লাশি করা হয়। অপ্রয়োজনে বের হওয়া বেশ কয়েকটি যানবাহনকে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রচার চালানো হচ্ছে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য। প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হন সেটি বলা হচ্ছে বার বার।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, জেলায় হোম কোয়ারেন্টিনে ছিলেন মোট ৬৫১ জন। এর মধ্যে ৫২৫ জনের হোম কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হওয়ায় তারা মুক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।