বড়লেখা প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২০
০৪:৪১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৪:৪১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় রোজিনা বেগম (২৫) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে।
স্বামীর বাড়ির লোকজন বিষপানে আত্মহত্যার দাবি করলেও রোজিনার পরিবারের অভিযোগ, হত্যার পর তাকে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
রোজিনা উপজেলার পূর্ব গৌরনগর গ্রামের জহির উদ্দিনের স্ত্রী এবং কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে। তার ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) পুলিশ মরদেহের ময়নাতদন্ত শেষে বিকেলে স্বামীর বাড়ির লোকজনের নিকট লাশ হস্তান্তর করেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গৃহবধূ রোজিনা বেগম স্বামীর বাড়িতে 'বিষপান' করেন। মুমূর্ষু অবস্থায় রোজিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিন বুধবার বিকেলে বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে স্বামীর
বাড়িতে রোজিনার লাশ হস্তান্তর করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত নই। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।