সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৯, ২০২০
০৯:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৯:১৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসের কারণে কিছুদিন ধরে নির্বাচনী প্রচারে সুবিধা করতে পারছিলেন না। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের লড়াই থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
স্যান্ডার্স সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের দৌড়ে সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। আসছে নভেম্বরে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন তিনি।
বুধবার নিজেকে প্রত্যাহারের ঘোষণা নিয়ে সমর্থকদের উদ্দেশে ৭৮ বছর বয়সী স্যান্ডার্স বলেন, “শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি, ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন পাওয়ার লড়াই সফল হবে না। ভাইস-প্রেসিডেন্ট (সাবেক) মনোনীত হবেন।”
‘অভিনন্দন জো বাইডেন, খুবই অমায়িক মানুষ তিনি। প্রগতিশীল ধারণাগুলো এ নিয়ে নিতে আমি তার সঙ্গে কাজ করব।’
বামপন্থী স্যান্ডার্স এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন পেতে হিলারি ক্লিনটনের সঙ্গে লড়ে হেরেছিলেন। এবার লড়ছিলেন বাইডেনের সঙ্গে। চলতি বছরের শুরুর দিকটায় প্রচারণায় অনেক এগিয়েও ছিলেন বর্ষীয়ান এই নেতা। প্রথম তিনটি রাজ্যে সমর্থন পাওয়ার লড়াইয়ে অধিকাংশ ভোট পড়েছিল তার স্যান্ডার্সের ঝুলিতে।
এরপরই পা পিছলে যেতে থাকে স্যান্ডার্সের। বাকি প্রাইমারিগুলোর অধিকাংশ জিতে এগিয়ে যান বাইডেন। এর মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রচারণায় সুবিধা করে উঠতে পারছিলেন না স্যান্ডার্স। শেষ পর্যন্ত লড়াই থেকে সরেই দাঁড়ালেন বামপন্থী এই রাজনীতিক।
যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের টানতে পেরেছিলেন স্যান্ডার্স। দেশটিতে ধনী-গরিবের পার্থক্য এবং উচ্চ ও মধ্যবিত্তের আয় বৈষম্য নিয়ে তার বক্তব্য তরুণ ডেমোক্র্যাট ভোটারদের মন কেড়েছিল।
এএফ/০৫