সিলেট মিরর ডেস্ক
                        জুন ২৯, ২০২৫
                        
                        ০২:২০ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুন ২৯, ২০২৫
                        
                        ০২:২৩ অপরাহ্ন
                             	
                             পিআর পদ্ধতিতে নির্বাচন পিছিয়ে সর্বনাশ করতে চায় কিছু মানুষ: মির্জা আব্বাস
    কিছু মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আগে এমন কথা বলে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিয়ে দেশ ও জাতির সর্বানাশ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রবিবার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে। এদের প্রতিহত করতে হবে। মির্জা আব্বাসের নাম নিয়ে কেউ চাঁদাবাজি করলে ধরে পুলিশে দেন।
তিনি আরও বলেন, বিএনপি ১৭ বছর যুদ্ধ করেছে। নিজের ভাইদের সঙ্গে আর যুদ্ধ করতে চাই না। রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন। দলে নতুন সদস্য নেব, তবে আওয়ামী লীগকে নয়।
জিসি / ০৫