সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৩, ২০২০
১২:১৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২০
১২:৩৪ অপরাহ্ন
করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ ঋণ খেলাপিরা পাবেন না। যে সব ঋণ খেলাপি বিভিন্ন সময়ে সরকারের দেওয়া সুযোগ নিয়ে তিন বারের বেশি তাদের ঋণ পুনঃতফসিল করেছেন, তারাও এই প্রণোদনার প্যাকেজের আওতায় আসবে না।
গতকাল রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, যেসব শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু সেসব প্রতিষ্ঠান এই সুবিধার আওতাভুক্ত হবে। যেসব শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেসব প্রতিষ্ঠান এ সুবিধার আওতাভুক্ত হবে।
প্রণোদনা প্যাকেজের আওতাভুক্ত হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, ‘খেলাপি ঋণ/বিনিয়োগ গ্রহীতারা এ প্যাকেজের আওতায় ঋণ/বিনিয়োগ সুবিধা প্রাপ্য হবে না। কোনো ঋণ/বিনিয়োগ গ্রহীতা প্রতিষ্ঠানের কোন ঋণ/বিনিয়োগ মন্দ/ক্ষতিজনক মানে শ্রেণিকৃত হওয়ার পর ইতোপূর্বে তিনবারের অধিক পুনঃতফসিলকৃত হলে এরূপ ঋণ/বিনিয়োগ গ্রহীতা প্রতিষ্ঠান প্যাকেজের আওতায় ঋণ/বিনিয়োগ সুবিধা পাবে না।’
এতে আরও বলা হয়েছে, নতুনভাবে ঋণ/বিনিয়োগ গ্রহণে ইচ্ছুক আবেদনকারী (যারা এ যাবত নিজস্ব পুঁজির মাধ্যেমে ব্যবসা পরিচালনা করে আসছে কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাংক ঋণ/বিনিয়োগের উপর নির্ভরশীল হতে হচ্ছে) এবং বিদ্যমান ঋণ/বিনিয়োগ গ্রহীতা-উভয়ের ক্ষেত্রেই গাইডলাইনস অন ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম ফর ব্যাংক অনুযায়ী সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীর তথ্যের ভিত্তিতে রেটিং নূন্যতম মার্জিনাল হতে হবে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি প্যাকেজ ঘোষণা করেন। ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের জন্য ৩০ হাজার কোটি ঋণ সুবিধার কথা বলা হয়।
আরসি-০৩/