বাতিল হলো কমলগঞ্জের চড়ক পূজা ও মেলা

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৪, ২০২০
০১:৪৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০১:৪৫ পূর্বাহ্ন



বাতিল হলো কমলগঞ্জের চড়ক পূজা ও মেলা

ফাইল ছবি

১৯৬৫ সালের পর এই প্রথম মৌলভীবাজারের কমলগঞ্জে দুইশ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা করোনাভাইরাসের কারণা বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে ১৩ ও ১৪ এপ্রিল দুইদিনব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর লোকসমাগমে নিষেধাজ্ঞার কারণে আয়োজক কমিটি পূজা ও মেলা বাতিল ঘোষণা করল।

চড়ক পূজা ও মেলা আয়োজক কমিটির সভাপতি অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরী দিঘীর পাড়ে চড়ক পূজাটি দুইশ বছর আগে থেকে প্রতিবছর ১৩ ও ১৪ এপ্রিল দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে। এই চড়ক উৎসব দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার লোকের ঢল নামে। চড়ক পূজা উপলক্ষে অনুষ্ঠিত বিশাল মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন রকমারি জিনিসপত্র উঠত। কিন্তু সরকারের নির্দেশে সকল ধরণের লোকসমাগম বন্ধ থাকায় এবারের চড়ক পূজা ও মেলা বাতিল করা হয়েছে। কারণ মেলা ও চড়ক পূজায় হাজার হাজার মানুষের ঢল নামে।

এসডি/আরআর