সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৪, ২০২০
০১:০০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০২:০৯ পূর্বাহ্ন
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নারীর শরীরে করোনাভাইরাস শনাক্তের পর ২০ চিকিৎসকসহ ৪৯ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ওসমানী হাসপাতালের ৪৪ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালের ৫ জন রয়েছেন।
জানা গেছে, সুনামগঞ্জের ওই গর্ভবতী নারী অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত বুধবার তার সিজার হয়। এরপর তার অসুস্থতা নিয়ে সন্দেহ হলে গত রবিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে আজ সোমবার জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এর আগে ওই নারী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্ত নারীর স্বামী কর্মসূত্রে নারায়ণগঞ্জ থাকেন। সেখান থেকে কিছুদিন আগে তিনি ফিরেছেন। ধারণা করা হচ্ছে স্বামীর মাধ্যমেই তার করোনা সংক্রমণ হয়।
ওই নারীর শরীরে করোনা শনাক্তের পর তার সংস্পর্শে আসা দুই হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে সিলেটের ওসমানী হাসপাতালের ১৯ জন চিকিৎসক, ১৪ জন নার্স এবং ১১ জন স্টাফ রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালের এক চিকিৎসক ও ৪ জন নার্স রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বলেন, ‘হাসপাতালের গাইনী বিভাগের দায়িত্ব পালন করা ৪৪ জনকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসক, নার্স ও স্টাফ রয়েছেন। তাদের সবার করোনা পরীক্ষা করা হবে।’
সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও রফিকুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘আমাদের হাসপাতালের যাঁরা ওই নারীর সংস্পর্শে গিয়েছিলেন, ‘এমন একজন চিকিৎসক ও চারজন নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এনএস-০৪/এএফ-১০