দেখার হাওরে আধুনিক মেশিনে ধান কাটা শুরু

দোয়ারাবাজার প্রতিনিধি


এপ্রিল ১৪, ২০২০
০৬:০২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০৬:০২ অপরাহ্ন



দেখার হাওরে আধুনিক মেশিনে ধান কাটা শুরু
কৃষকদের মাঝে স্বস্তি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে কম্বাইন হারভেস্টার (আধুনিক মেশিন) দিয়ে ধান কাটা শুরু হওয়ায় হাওরপাড়ের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ধান কাটার ভর মৌসুমে শ্রমিক সংকটে থাকা স্থানীয় কৃষকদের চাহিদার ভিত্তিতে সরকারের ভর্তুকি মূল্যে গত রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃপক্ষ উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের কৃষক সিরাজ উদ্দিন ও মান্নারগাঁও ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলীর নিকট আনুষ্ঠানিকভাবে দু'টি মেশিন হস্তান্তর করেছিল।

ওই দুই মেশিনের একটি দিয়ে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে ধান কাটার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. মহসিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, এসিআই কোম্পানি লিমিটেড সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জনিয়ার মো. সেলিম, কৃষক সিরাজ উদ্দিন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলার বিভিন্ন হাওরে বোরো আবাদ করা হয়েছে ১২ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে। উপজেলার দেখার হাওর, নাইন্দার হাওর, কানলার হাওরসহ প্রায় সবক'টি হাওরের ধান পাকতে শুরু করেছে। ইতোমধ্যে ৪০ ভাগ ধান পেকে কাটার উপযোগী হলেও করোনার প্রাদুর্ভাবের কারণে ধান কাটার শ্রমিকের চরম সংকট দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে সরকার দেড় কোটি টাকা মূল্যের দু'টি জাপানি কম্বাইন হারভেস্টার ভর্তুকি মূল্যে প্রদান করে। উন্নতমানের ওই মেশিন দিয়ে একই সঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করে খুব সহজে অল্প সময়ে কৃষকরা ধান তাদের ঘরে তুলতে পারবেন। এতে লোকসমাগমেরও কোনো প্রয়োজন হবে না।

 

এইচএইচ/আরআর