সারাদেশে ৫৪ চিকিৎসক করোনায় আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৪, ২০২০
০৬:২৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন



সারাদেশে ৫৪ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে এখন পর্যন্ত ৫৪ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত প্রায় একশ মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের মধ্যে এখন দুই জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এর চিফ এডমিনিস্ট্রেটর নিরুপম দাস একটি ইংরেজি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য থেকে আক্রান্ত চিকিৎসাকর্মীদের এই সংখ্যাটি তারা পেয়েছেন।

 

জেএসএস-০৩/এএফ-১৪